Skip to main content Link Search Menu Expand Document (external link)

শব্দকল্প

কবিতা লিখব বলে — ভাষাকল্পের ঝর্ণা নদী হয়ে ছুটে চলে; বর্ণমালা উত্তাল হয় মিছিলে; প্রতিদিন ভোর হয়, সূর্য ওঠে - কবিতার খোঁজে; বইয়ের পাতা উড়ে যায়, বকপক্ষী হয়ে নীল আকশের বুকে - ভীষণ আবেগে ।

 

কবিতার জন্য শব্দগুলো অভিধান থেকে বের হয়ে এসে প্রচণ্ড কোলাহলে আমাদের ওষ্ঠে, কণ্ঠে, বুকে — দাপাদাপি করে, ঝড় হয়ে ওঠে বিদ্রোহী নজরুলের মত, সুস্থির হয়ে বসে প্রশান্ত মহাসাগরের মত, গর্জন করে উঠে স্ফিংসের মত, আর্তনাদ করে পাথরে চাপা পড়া বিবেকের মত ।

 

কবিতা লেখা হবে বলে, শব্দগুলো হয়ে যায় – প্রেমপত্র, গল্প, নাটক ॥ কবিতা লিখতে হবে তাই শব্দগুলোই কবিতা হয়ে যায়

কাব্যতীর্থ ২০১০-০১-১০ ফজলুল হক হল, কুয়েট