Skip to main content Link Search Menu Expand Document (external link)

ঘাসফুল

সেইদিন মেঠো পথটার বুকে
দেখেছিলাম আমি অনাবিল সুখে
তোমার, আমার আর সেই শুকপাখির চোখে,
একটি ঘাসফুলের মাঝে
একফোঁটা রক্ত ।

হ্যাঁ, একফোঁটা রক্তের গৌরবে
সেই ঘাসফুল নাচছিল বিপুল আনন্দে —
“সুদিন আসবে” ।

তারপর !
বহুদিন …
ঘাসফুল রয় প্রতীক্ষায় !

হঠাৎ একদিন, কোন সুদূর থেকে,
অগ্নিনীলিমার অভ্র ভেদ করে —
শ্বেতশুভ্র স্বাধীনতার পাখি
দিয়ে গেল একফোঁটা রক্ত,
সবুজ প্রান্তরে আঁকা হলো লাল বৃত্ত ।

সূর্য উঠলো হেসে, মহাসুরেশ্বর করলো জয়;
উদয় বিজয়াগ্নির ।
আজ তাই সেই ঘাসফুল,
বুক উঁচিয়ে বলছে —
“ভালোবাসি, হে স্বাধীনতা” ॥

সনির্বন্ধ ২০০৭-০৩-২৬ ফজলুল হক হল, কুয়েট