Skip to main content Link Search Menu Expand Document (external link)

রইবি হৃদয়ে

কাব্যবৃন্তের শপথ ॥
আমি আজ যে কবিতা নিয়ে এসেছি
তা শতবর্ষের নয়, বরং সহস্রের ।

এই কবিতা রচে দিয়েছিলে তুমি —
হাজারো দিনের শেষে রাতের প্রহরে,
আড্ডা গানে অবিস্মৃত অবসরে,
পায়ে পায়ে খেলা বলের দৌড়ে, হাতে নিয়ে ছোটা রানের খাতায়,
ল্যানের তারে, কী-বোর্ডে ভেসে ওঠা হাতের আল্পনায় ।

এই, তোমরা কি মনে করতে পারো —
সেই দিনের কথা, যেদিন এসেছিলাম আমি
তোমাদের মাঝে - পা দুটো এলিয়ে বসেছিলেম;
একটু বোধহয় হেসে উঠেছিল দয়াময় ।
তাইতো, আজ আলো ঝলমল করে উঠে
কুয়াশার চাদরে পিছনে ফেলে আসা সেই দুপুর ।

আমার ভাবনায় আজ খুব দ্রুত বয়ে চলে —
অনেক গান, অনেক আড্ডা আর একটি নাম,
সোনালী রোদ্দুরে লেখা বর্ণময় আরও অনেক নাম
বাঙময় নয়, কোলাহল হয়ে উঠে প্রাণের স্পন্দনে ।

বন্ধুরা, তোরা আছিস, রইবি আমার হৃদয়ে ॥

সনির্বন্ধ ২০১০-০৪-১২ ফজলুল হক হল, কুয়েট

কুয়েট সি.এস.ই. ২কে৫ এর সদস্য হিসেব ৪ বছর কাটানোর স্মৃতিতে লেখা এই কাব্যপ্রচেষ্টা