লিমেরিক
১
বিস্মৃতির অন্তরালে হারাইয়াছে সমস্ত প্রাতরাশ
চারিদিকে আজি রহিয়া গিয়াছে শুধু সন্ ত্রাস
২
এই দুনিয়ার চিপায় চাপায়, কত কিছু ঘটে যায়;
কিছু কিছু রটে যায়, বাকিটা অজানাই রয়ে যায়।
৩
প্রতিদিন সকালে ভোর হয় প্রভাতে -
অন্ধকার টুটে যায় রৌদ্রের আঘাতে।
৪
নীরবতাই এখানে সবচেয়ে বেশি বাঙ্ময়
৫
আকাশে পাখি উড়ে, বাতাসে ডানা মেলে;
দেখে ধূমকেতু, ধুস্ করে টাশ করে পড়ে গেলে;
কিংপিং হল্লা করে ঠুস্স্ করে জেগে উঠে ।
৬
ধুমধাম, টুংটাং জীবনে কী-ই আছে এতো রে?
যদি একই কাজ করি সবাই সে পরিশেষে!
ঠাস্ করে দিনশেষে সবাই তো মরো হেঃ
৭
আকাশে হেরিয়া হঠাৎ ভাবিয়া পুষ্পরেণু মচমচাইয়া
কিংকর্তব্য গরিলা বিমূঢ় অট্যহাস্য বকবকাইয়া
ঊষ্ট্রপৃষ্ঠে গমন করিল, অবাকদেশে যাবে বলিয়া ॥