Skip to main content Link Search Menu Expand Document (external link)

লিমেরিক

বিস্মৃতির অন্তরালে হারাইয়াছে সমস্ত প্রাতরাশ
চারিদিকে আজি রহিয়া গিয়াছে শুধু সন্‌ ত্রাস

এই দুনিয়ার চিপায় চাপায়, কত কিছু ঘটে যায়;
কিছু কিছু রটে যায়, বাকিটা অজানাই রয়ে যায়।

প্রতিদিন সকালে ভোর হয় প্রভাতে -
অন্ধকার টুটে যায় রৌদ্রের আঘাতে।

নীরবতাই এখানে সবচেয়ে বেশি বাঙ্‌ময়

আকাশে পাখি উড়ে, বাতাসে ডানা মেলে;
দেখে ধূমকেতু, ধুস্‌ করে টাশ করে পড়ে গেলে;
কিংপিং হল্লা করে ঠুস্‌স্‌ করে জেগে উঠে ।

ধুমধাম, টুংটাং জীবনে কী-ই আছে এতো রে?
যদি একই কাজ করি সবাই সে পরিশেষে!
ঠাস্‌ করে দিনশেষে সবাই তো মরো হেঃ

আকাশে হেরিয়া হঠাৎ ভাবিয়া পুষ্পরেণু মচমচাইয়া
কিংকর্তব্য গরিলা বিমূঢ় অট্যহাস্য বকবকাইয়া
ঊষ্ট্রপৃষ্ঠে গমন করিল, অবাকদেশে যাবে বলিয়া ॥