Skip to main content Link Search Menu Expand Document (external link)

‘অমৃত পিয়াস’ হলো যেভাবে

এই কবিতা যাকে নিয়ে লেখা
যার জন্য লেখা,
সে কোনদিন হয়তো দেখবে না
এই কবিতা ।
অল্প কয়েক নজরে দেখা সে অপ্সরীর
নাম জানিনা, জানিনা ঠিকানা,
তবুও চিন্তার পসরে দিয়ে গেলো
কবিতার উপলক্ষ, পংক্তিমালা ।

মিউজ কখন কোন রূপে
কাকে ছুঁয়ে যায়,
তা সে নিজেও জানেনা ।

কাব্যতীর্থ ২০১১-০৯-২০ ঢাকা'র কোন এক বাসে