নির্লিপ্ত কবির কবিতা খোঁজা
আকাশে অনেক তারা
কিংবা একটি চাঁদ
অথবা মেঘের আড়ালে ঢাকা সূর্য
নয়তো রৌদ্রের খরতাপে ঠা ঠা পৃথিবী
আর হয়তো রসালো জলাশয়
— এসবের মাঝে কবিতা খুঁজছে
কবি ছদ্মনামবিহীন ।
সেই কবি ক্ষুধার্ত নয়তো তৃষ্ণার্ত মনে বাংলার প্রকৃতিতে আর মানুষের মাঝে অনেক ছন্দ খোঁজে, নতুন কিংবা পুরনো ছন্দ নয়তো নিস্পন্দ ছন্দ। যেদিকেই তাকয় কবি – কাব্যামৃতরূপ ছন্দসুধার লোভে — ‘হায় ছন্দ কোথায়? এ বাংলা ছন্দহীন!’ যেদিকেই দেখে কবি – অক্ষরব্যঞ্জনার খোঁজে, “ছন্দ কোথায় - অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত; কোথায় ব্যঞ্জনা কোথায় দ্যোতনা, কোথায় জীয়নকাঠি? অমৃত-গরল, দুঃখ-কষ্ট, আবেগ — কই?” কবিতা লেখা হবে কি দিয়ে?
“এই বাংলা সুর ছন্দোহীন নিয়মশৃঙ্ক্ষলাবিহীন অধঃপতনের রসাতলে, মন্দন কিংবা ত্বরণ অথবা বেগ ছাড়া কী অনিয়মে চলেছে” যেদিকেই তাকায় কবি – কবিতা পায় না, তার কাছে এ ধরণী কবিতাহীন।
<div style=”padding:0 0 16px 32px;”“>এই দেখে মহাসুর
দেবী কাব্য অধিষ্ঠাত্রী
বলে —
খোঁজ আত্মমাঝে কবিতা
নির্লিপ্ত হয়ে থেকো না!
হে কবি!
বাজো, বাজো শতদলে।</div>
কাব্যতীর্থ
২০০৪-০৩-১০
টাংগাইল