Skip to main content Link Search Menu Expand Document (external link)

নির্লিপ্ত কবির কবিতা খোঁজা

আকাশে অনেক তারা
কিংবা একটি চাঁদ
অথবা মেঘের আড়ালে ঢাকা সূর্য
নয়তো রৌদ্রের খরতাপে ঠা ঠা পৃথিবী
আর হয়তো রসালো জলাশয়
— এসবের মাঝে কবিতা খুঁজছে
কবি ছদ্মনামবিহীন

সেই কবি ক্ষুধার্ত নয়তো তৃষ্ণার্ত মনে বাংলার প্রকৃতিতে আর মানুষের মাঝে অনেক ছন্দ খোঁজে, নতুন কিংবা পুরনো ছন্দ নয়তো নিস্পন্দ ছন্দ। যেদিকেই তাকয় কবি – কাব্যামৃতরূপ ছন্দসুধার লোভে — ‘হায় ছন্দ কোথায়? এ বাংলা ছন্দহীন!’ যেদিকেই দেখে কবি – অক্ষরব্যঞ্জনার খোঁজে, “ছন্দ কোথায় - অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত; কোথায় ব্যঞ্জনা কোথায় দ্যোতনা, কোথায় জীয়নকাঠি? অমৃত-গরল, দুঃখ-কষ্ট, আবেগ — কই?” কবিতা লেখা হবে কি দিয়ে?
“এই বাংলা সুর ছন্দোহীন নিয়মশৃঙ্ক্ষলাবিহীন অধঃপতনের রসাতলে, মন্দন কিংবা ত্বরণ অথবা বেগ ছাড়া কী অনিয়মে চলেছে” যেদিকেই তাকায় কবি – কবিতা পায় না, তার কাছে এ ধরণী কবিতাহীন।

<div style=”padding:0 0 16px 32px;”“>এই দেখে মহাসুর
দেবী কাব্য অধিষ্ঠাত্রী
বলে —
খোঁজ আত্মমাঝে কবিতা
নির্লিপ্ত হয়ে থেকো না!
হে কবি!
বাজো, বাজো শতদলে।</div>

কাব্যতীর্থ ২০০৪-০৩-১০ টাংগাইল