নাতিসম্ভ্রান্ত কোলাহল
ইত্যাবসরে নাতিসম্ভ্রান্ত বেদনাভূক
কলকাকলিতে মত্ত কোকিলকূল
বিনতীবিহীন গীতিমাল্যে – আহাজারি
করে আহামরি —
অক্লান্ত কর্মশ্রান্ত বালক
যখন তার যথাসাধ্য —
তথাপি ক্লান্ত করে নিয়তি
শ্রান্ত হয়ে অর্ধমগ্ন এক নিমিষি ॥
যতই আরাধ্য —
ক্ষণিকের ভুল, তার অবসান;
অবসান হয় অবসাদ ।
নাতিসম্ভ্রান্ত হরে দেবতার লাজ ।
তথাপি অনুকূল করে প্রতিকূল
কুলাধিপতির তাজ শিরে
বালকের হয় নব অভিযান
কোকিলকূল করে ক্ষণিকে জয়গান ।
ছিদ্রাণ্বেষীর নিষ্পলক চাতক নয়ন
যতই আরাধ্য - ক্ষণিকের জয়গান
অযথাই হয় অবসান ।
নাতিসম্ভ্রান্ত করে চিরাচরিত অভিমান ।
খসড়া পংক্তি
২০১৮-০৫-১৭
নিউ ইয়র্ক