অধরা ধরার সাধ
যত অধরা হও
পাওয়ার সাধ ততই হয়;
পাবার অভিলাষ যখন তখন
মনের মাঝে উঁকি দেয় ।
সেই আদ্যিকাল থেকে,
মানুষের আবেগটাই যেনো এরকম:
সোনার হরিণ, ইউনিকর্ণ - অলভ্য জিনিসটাই তার চাই ।
সময়ে অসময়ে সারাক্ষণ শুধু ভাবনা ভাবি,
ভাবনার মেঘ ফানুসে কাজটাই শুধু সারা হয় না;
সারা হলে স্বপ্নতেই বাঁচতাম ঠিক ।
আর্যভাষ্যে বলি,
” অভিলাষ আশ অভিপ্রায় নমঃ
কর্মযজ্ঞ প্রতিশ্রুত “
খসড়া পংক্তি
২০১২-০৯-০২
ঢাকা