অন্ধকার বিকেল শেষে
সেইদিন অন্ধকার বিকেল শেষে
আমি মেঠো পথটার ধারে
তোমার অমল মলিন হাতটা
আলতো হাতে ধরে হেঁটেছিলাম প্রান্তরে;
মেঘমালা হাতছানি দিয়ে ডেকেছিল দিনে,
ঝরঝর কেঁদেছিল বিকেল অন্ধকার করে;
তারপর নেমে এলো আরও গাঢ় আঁধার -
যে আঁধারেরর অর্থ তুমি বা আমি -
খুঁজিনি কখনো ।
নিরন্তর: শতবর্ষের ঘুম নেমে এলো চোখে ,
প্রভাত দেখা হলো না ॥
খসড়া পংক্তি
২০১১-১০-০৩
কোরিয়া