Skip to main content Link Search Menu Expand Document (external link)

রংধনু খেলা

রং দিয়ে যখন কবিতা আঁকতাম,
আকাশের গায়ে ছোপছোপ হাওয়াই মিঠাই
কখনোবা সাদা মেঘ —
লাল, নীল, সোনালী রোদ বসাতাম;
পাল-না-তোলা নৌকা ভাসাতাম সুতীব্র নীলে,
দিগন্তের ধূসর-কালো রেখার উপর
আলতো ছোঁয়ায় এঁকে দিতাম নাম-না-বলা পাখি;
ভেঁজা তুলির ছোঁয়ায় অন্তরীক্ষের নীলচে আঁধার -
চকমক করে ওঠা তারার নাচন,
চোখ আর কল্পনার জগৎ ছিড়ে -
কোলাহল করে ভেসে আসতে চইতো -
রঙের দুনিয়ায়, জলরং খেলায়।

সাদা কাগজ সামনে ধরে ভাবতাম:
আকাশের রং যদি সবুজ হতো,
পাতাগুলো সব নীল, ঘরগুলো লাল -
নদীগুলো হতো বিনম্র পিঙ্গল,
কমলা রঙের ঘাসগুলো থেকে উঁকি দিত
একটি হলদিয়া পাখি!
প্যাস্টেলে আঁকা ছবিগুলো যদি
কবিতা হয়ে উড়ে যেতো, আর তারপর
ছবিগুলোই যদি পৃথিবী হয়ে যেতো!!
[kobita_shess]

সনির্বন্ধ ২০১১-০৭-০৭ ঢাকা