Skip to main content Link Search Menu Expand Document (external link)

অন্ধকার বিকেল শেষে

সেইদিন অন্ধকার বিকেল শেষে
আমি মেঠো পথটার ধারে
তোমার অমল মলিন হাতটা
আলতো হাতে ধরে হেঁটেছিলাম প্রান্তরে;
মেঘমালা হাতছানি দিয়ে ডেকেছিল দিনে,
ঝরঝর কেঁদেছিল বিকেল অন্ধকার করে;
তারপর নেমে এলো আরও গাঢ় আঁধার -
যে আঁধারেরর অর্থ তুমি বা আমি -
খুঁজিনি কখনো ।

নিরন্তর: শতবর্ষের ঘুম নেমে এলো চোখে ,
প্রভাত দেখা হলো না ॥

খসড়া পংক্তি ২০১১-১০-০৩ কোরিয়া