Skip to main content Link Search Menu Expand Document (external link)

নিকৃষ্ট আমরা

১. আমরা গাধা —
ভারবাহী পশু,
কত কষ্ট করে আমরা, ভারবহন করে আনি
কিন্তু, তার কণামাত্র পাই না!
সমস্ত কিছু তাদের হাতে তুলে দেই
দিতে বাধ্য হই ।

২. আমরা কলুর বলদ —
ঘানি টানি, মূল্যবান তেল তৈরি করি,
সারাদিন একটানা খাটুনি ।
কিন্তু সব তারা নিয়ে যায় - জোর করে;
যদিবা কেউ না দিতে চায় - তবে অত্যাচার করে

রুদ্ধস্বর ২০০১-০৮-১৪ টাংগাইল