জাগো, হে! আনন্দ
১.
(এখানে আনন্দ আমাদের ।
অনন্ত প্রত্যাশা বিশ্বজুড়ে ।
এখানে কষ্ট নেই কারোর ।
বিশ্ব চিরন্তন মানবতার ।
আনন্দ! জাগো হে আনন্দ ।)
২.
প্রত্যাশা সমগ্র পৃথিবীতে,
মানুষের আর সকলের,
প্রত্যাশা আমাদের —
একটি সুন্দর পৃথিবী গড়বো আমরা ।
দেখো আমাদের স্বপ্ন ।
৩.
আনন্দ, আনন্দ কী যে আনন্দ,
এখানে, সেখানে, সাদা কালো - লাল নীল,
সবুজ হলুদ বেগুনী, স্বপ্নীল
হাজারো বর্ণের হাজার রকমের আনন্দ ।
আনন্দ ! সেই আনন্দ অনাবীল,
সে আনন্দ আমাদের বোনায়
এক সুন্দর পৃথিবী-নিকায়,
যেখানে নেই কোন কষ্ট কোন কান্না
শুধুই আনন্দের আনাগোনা ।
সেখানে হাজার লক্ষ কোটি মানুষ
উড়ায়না কোন ফানুস;
বরং বাস্তবেই
কীযে আনন্দে, হাসিতে উৎসবে তারা মাতবেই —
তারা মাতবেই, মহানন্দের মহোৎসবে ।
কেননা, সে আনন্দ —
গোলাপের মতো লাল,
সূর্যের মত উজ্জ্বল,
সূর্যমুখীর মতো হলুদ কমলা,
বাগানবিলাসের মত মোহমায়া,
নীল আকাশের মতো অসীম,
সমুদ্রের মত রত্নাকর ।
কেননা, সে আনন্দ লকলকে লেলিহান
অগ্নিশিখার মতো —
সমস্ত দুঃখ কষ্টকে ধ্বংস করে উদ্দাম —
তার উপর গড়ে তোলে আনন্দের উদ্যান,
গড়ে মহোৎসবের প্রাসাদ -
আনে জীবনের সংবাদ ।
৪.
এইতো আমাদের স্বপ্ন, আনন্দময় ভুবনের ।
৫.
জাগো, জাগো হে আনন্দ, ভরিয়ে দাও ও বিশ্বকে ।
৬.
আনন্দ, তুমি তোমার সমস্ত শক্তিতে
হাসিকে আর উৎসবকে নিয়ে, এ বিশ্বতে
রচনা কর তোমার সাম্রাজ্য ।
৭.
জাগো, জাগো হে আনন্দ ।
রুদ্ধস্বর
২০০৩-০৪-০১
টাংগাইল