ঘাসফুল
সেইদিন মেঠো পথটার বুকে
দেখেছিলাম আমি অনাবিল সুখে
তোমার, আমার আর সেই শুকপাখির চোখে,
একটি ঘাসফুলের মাঝে
একফোঁটা রক্ত ।
হ্যাঁ, একফোঁটা রক্তের গৌরবে
সেই ঘাসফুল নাচছিল বিপুল আনন্দে —
“সুদিন আসবে” ।
তারপর !
বহুদিন …
ঘাসফুল রয় প্রতীক্ষায় !
হঠাৎ একদিন, কোন সুদূর থেকে,
অগ্নিনীলিমার অভ্র ভেদ করে —
শ্বেতশুভ্র স্বাধীনতার পাখি
দিয়ে গেল একফোঁটা রক্ত,
সবুজ প্রান্তরে আঁকা হলো লাল বৃত্ত ।
সূর্য উঠলো হেসে, মহাসুরেশ্বর করলো জয়;
উদয় বিজয়াগ্নির ।
আজ তাই সেই ঘাসফুল,
বুক উঁচিয়ে বলছে —
“ভালোবাসি, হে স্বাধীনতা” ॥
সনির্বন্ধ
২০০৭-০৩-২৬
ফজলুল হক হল, কুয়েট